৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে ভা‌তিজার হা‌তে চাচার মৃত্যু

বাংলার বারুদ
প্রকাশিত মে ১৩, ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
ছাতকে ভা‌তিজার হা‌তে চাচার মৃত্যু

এফ এম হাসান : ছাতকে গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভা‌তিজার হামলায় চাচা সোনা মিয়ার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) গভীর রাতে উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র সোনাফর আলী ওর‌ফে সোনাই (৭০)।

জানা যায়, উপজেলার বেরাজপুর গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজ উদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম, রেদওয়ান ও গ্রামের সোনাফর আলী, যায়েদ হোসেন, আলী হোসে‌ন পক্ষদ্বয়ের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন সরা‌নো নিয়ে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশ বৈঠক অনু‌ষ্টিত হয়।

বৈঠক চলাকালে সময় তাজ উদ্দিন গংরা উত্তেজিত হয়ে অশালীন আচরন করায় মুরব্বিরা উভয় পক্ষকে বৈঠকস্থল থেকে চ‌লে যান। বৈঠকস্থলে বসা সোনাফর আলীর ওপর অত‌কিত হামলা চালায়। এ হামলায় সোনাফর আলী গুরুত্ব আহত হ‌য়ে‌ছে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ও দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেছে।

লাশের ময়না তদন্ত শেষ ক‌রে হাসপাতাল থে‌কে বিকা‌লে লাশ নি‌য়ে তার গ্রা‌মের বা‌ড়ি আসে। এব‌্যাপা‌রে ছাতক থানার (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এঘটনার সত‌্যতা নি‌শ্টিত ক‌রে ব‌লেন এখ‌নো কো‌নো অ‌ভি‌যোগ পাইনি। অ‌ভি‌যোগ পাওয়া মাত্র আইনানুগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।