
পুনম শাহরীয়ার ঋতু,কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে তিনটি মিষ্টি তৈরি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ।এসময় অসা¯’্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি সহ কারখানার অনুমোদন না থাকায় তিন কারখানায় দুই লক্ষ বিশ হাজার টাকা আর্থিক জরিমানা ও প্রায় ৭০০ কেজি মিষ্টি নষ্ট করা হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় । এসময় আরো উপ¯ি’ত ছিলেন গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সনিয়া ও প্রশাসনিক কর্মকর্তারা ।
এসময় ভাই ভাই মিষ্টান এর মালিক বিবেক ঘোষ কে ১ লাখ ,সুমন মিষ্টানের মালিক বলারাম ঘোষকে ১ লাখ ও ইসলামিয়া সুইটের মালিক সাদেক আলীকে ২০ হাজার সহ মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ,খাবার ভেজাল ,অস্বা¯’্যকর পরিবেশ এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগে এ জরিমানা করা হয়েছে ।জরস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ।