
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জানান, আদালত আইভীর জামিন নাকচ করলেও ডিভিশনের বিষয়ে একমত হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামেননি।
এর আগে শুক্রবার (৯ মে) ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় আইভীকে।
পরে ওই দিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে উপস্থিত করা হয়। তখন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।