২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বাংলার বারুদ
প্রকাশিত মে ১১, ২০২৫, ০৮:১৫ অপরাহ্ণ
বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

রবিরার (১১ মে) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম বাঁশখালী উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র চালানের গোপন সংবাদের ভিত্তিতে থানা গেইটে সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে সিএনজিতে তল্লাশী চালায়।

সিএনজি থেকে দুইটি দেশীয় তৈরী এক নলা বন্দুক ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় হাতেনাতে আটক হন দুই আসামী। আটককৃতরা হলেন কক্সবাজারের পেকুয়া থানাধীন টৈটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (২৭), অপরজন বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ির আহমদ হোসনের পুত্র মোঃ ইলিয়াস(৪১)।

রোববার দুপুর ২ টায় বাঁশখালী থানার হলরুমে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার। অস্ত্র উদ্ধার সংক্রান্তে বাঁশখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।