১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পাচারকালে ৬ জন পাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক

বাংলা বারুদ
প্রকাশিত মে ১০, ২০২৫, ০১:২২ পূর্বাহ্ণ
পাচারকালে ৬ জন পাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

Manual1 Ad Code

 

আজ শুক্রবার ৯ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে ভোর ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual5 Ad Code

অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশী করে ১০ টি অত্যাধুনিক ওয়াকি টকি সেট, ১০ টি ওয়াকি টকি চার্জার, ২ টি সাবমার্সিবল পাম্প, ১ টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত পাচারকারীরা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজের সাথে জড়িত ছিল।

 

আটককৃত পাচারকারীদের বিবরণঃ
মোঃ সাইফুল (৩০) কক্সবাজারের বাসিন্দা এবং মোঃ আক্কাস (৩০), মোঃ লোকমান (৪৫), মোঃ জসিম (৩৫), মোঃ মোতাহার (৬২), মোঃ ইব্রাহিম (২৫) ভোলার বাসিন্দা।

 

পরবর্তীতে আটককৃত আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Manual2 Ad Code