
পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর মধ্যরাতে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করেছে ডাকাতরা।
বৃহস্পতিবার দিবাগত রাতের আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার মৌচাক কালিয়াদহ গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে ।এ ঘটনায় শুক্রবার(৯ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌচাক ফাঁড়ি পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার রাতের সাড়ে তিনটার দিকে বাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে ১০ থেকে ১২ জন ডাকাত দলের সদস্যরা আইন প্রশাসনের পরিচয় দিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ওই শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হাত পা বেধেঁ ফেলে ডাকাতরা ।এসময় তাদরেকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ন লুট করে ডাকাতরা ।
এসময় প্রায় আধা ঘন্টা ধরে তান্ডব চালায় ভাংচুর করে মুল্যমান আসবাবপত্র ।এদিকে আসে পাশের লোকজন টের পেলে কৌশলে পালিয়ে যায় ডাকাতরা ।পরে পুলিশকে বিষয়টি জানালে সকালেই ঘটনাস্থল পরির্দশন করেন মৌচাক ফাঁড়ির পুলিশ ।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন রাতের আনুমানিক সাড়ে তিনটার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত প্রথমে আমার দুই ছেলের ঘরের লোহার কেচি গেইটের তালা কেটে প্রবেশ করে মুল কক্ষের দরজা ভেঙ্গে আমার দুই ছেলে ও ছেলের বউয়ের হাত পা বেঁধে ফেলে স্বর্ণলঙ্কার লুট করে ।
আমাদের কক্ষটি বাড়ির উত্তর দিকে হওয়ায় শব্দ শুনে জানালা দিয়ে দেখি ৬ জন লোক বাড়ির উঠোনে দাড়িয়ে থাকলে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে জানান তারা আইন প্রশাসনের লোক মাটি কাটা নিয়ে কি জামেলা হয়েছে তার জন্য আসছে বাহিরে আসতে বলেন আামাদের ।
পরে দরজা খুলে দিলে ওই ৬জন লোক ঘরের ভিতর প্রবেশ করে ডাকাত দলের সদস্য পরিচয় দিয়ে আমার এবং আমার স্ত্রীর হাত পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ।
মৌচাক ফাড়িঁ পুলিশের ইনর্চাজ সেলিম হোসেন জানান ডাকাতির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে ।এ বিষয়ে তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।