
ফকির হাসান : শাহপরাণ (রহঃ) থানা পুলিশের পৃথক অভিযানে সর্বমোট ১৬৫ বোতল ফেন্সিডিল আনুমানিক মূল্য তিন লক্ষ ত্রিশ হাজার টাকাসহ ০২ জন গ্রেফতার।
০৬/০৫/২০২৫ খ্রিঃ ১৫.০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার পিএসআই (নিঃ) মোঃ মেহেদী আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানাধীন কুশিঘাট, বোরহানাবাদের বাসিন্দা হাজী জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া শাহীনের ঘরের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিচ ভারতীর PHENSEDYL, প্রতিটি PHENSEDYL এর মূল্য আনুমানিক ২০০০/- টাকা। সর্বমোট মূল্য ১,০২,০০০/- (এক লক্ষ দুই হাজার টাকা মাত্র) উদ্ধার করা হয়। আসামী শাহীন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন সাদিপুর, নোয়াগাও ফোরকান উল্লাহ রোড ছায়েদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া শাহীনের বাবা আতর আলী ও মাতা দিলারা খাতুন এর ঘরে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে কালো রংয়ের লাগেজের ভিতর থেকে ১১৪ পিচ ভারতীয় PHENSEDYL, প্রতিটি PHENSEDYL এর মূল্য ২০০০/- টাকা করে সর্বমোট মূল্য অনুমান ২,২৮,০০০ (দুই লক্ষ আটাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামীদের উভয় বাসা হতে তল্লাশী করে সর্বমোট ১৬৫ বোতল ফেন্সিডিল মূল্য অনুমান ৩,৩০,০০০/-(তিন লক্ষ ত্রিশ হাজার টাকা) উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ফেন্সিডিল রাখার অপরাধে ধৃত আসামী ১। দিলারা খাতুন (৪০), স্বামী-আতর আলী (৬০) সাং-সাদিপুর, ছায়েদ মিয়ার কলোনী, থানা-শাহপরাণ (রঃ), জেলা-সিলেট এবং আসামী শাহীনের পার্টনার ২। আফজল মিয়া (২৮) পিতা-মোঃ গেদর মিয়া, সাং-রামপুর, থানা-ছাতক, জেলা সুনামগঞ্জদ্বয়দের বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-০৫, তারিখ-০৭ মে, ২০২৫খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।