১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা বারুদ
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ
হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual5 Ad Code

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্রোর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন মোল্লা প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, নির্বাচন যাতে না হয় একটি পক্ষ যড়ষন্ত্র করে যাচ্ছে। যত যড়ষন্ত্র করা হউক না কেন, নির্বাচন বানচাল করতে পারবে না। হাদির ওপর গুলি নির্বাচন বানচালের একটি নমুনা। যার নেতৃত্বে এবং যারা হাদির ওপর হামলা করিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।

এই সময় উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code