১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র

বাংলা বারুদ
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র

Manual2 Ad Code

বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র

স্টাফ রিপোর্টার: সমাজের সব স্তরে বৈষম্য ঠেকাতে আইন প্রবর্তনের অঙ্গীকার করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ বিষয়ে জনসচেতনতা জরুরি বলে মনে করেন তিনি।

Manual5 Ad Code

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বৈষম্যরোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

Manual3 Ad Code

 এ সময় বৈষম্যবিরোধী আইনের নানা অসঙ্গতি তুলে ধরে তাগিদ আসে অন্তর্বর্তী সরকারের সময়েই অধ্যাদেশ জারির। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বৈষম্যবিরোধী আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে এটি বাস্তবায়নে মনিটরিংয়ের আহ্বান জানান বক্তারা।
সব রাজনৈতিক দলের ইশতেহারে বৈষম্যবিরোধী আইন প্রবর্তনের বিষয়টি উঠে আসা উচিত উল্লেখ করে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার রাখার দাবি জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
নাগরিক সংলাপের আহ্বায়ক বলেন, 
এ ছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমি বলছি না যে বৈষম্যবিরোধী আইন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা প্রথম একটা পদক্ষেপ, যেটা আমরা জোরালভাবে চাই।’