১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা, অপরাধ সভা ও বিদায় অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ণ
গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা, অপরাধ সভা ও বিদায় অনুষ্ঠিত

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বুধবার সকাল ০৮.০০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা মহোদয়।

Manual2 Ad Code

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে যানবাহন শাখা পরিদর্শন করেন।

Manual3 Ad Code

উক্ত প্যারেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানসহ ও যানবাহন শাখার বিভিন্ন দিকে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Manual5 Ad Code

পরবর্তীতে সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে।

Manual6 Ad Code

উক্ত সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়। কল্যাণ সভা শেষ পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবন্ধাকে বদলী জনিত বিদায় এবং ০৩ (তিন) জন পুলিশ সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এসময় সদ্য বিদায়ী অতিথিরা তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্তহন বিদায়ী অতিথিরা।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথিদের বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং এক সাথে কাজ করার বর্ণিত স্মৃতিচারণ করাসহ বিদায়ী অতিথিদের জন্য দোয়া ও ভবিষ্যতের জন্য নিরষ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।

সবশেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে অবসর জনিত বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদায়ী অতিথি জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবন্ধা, জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।