১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মনপুরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
মনপুরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

ভোলার মনপুরায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক মনপুরা বালিকা মাধ্যামিক বিদ্যালয়ে এর আয়োজনে কন্যা শিশুদের নিয়ে আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ: বুধবার একটি বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কন্যা শিশুর স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি”’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্নাঢ্য ও র‌্যালী শেষে উপজেলার বালিকা মাধ্যামিক বিদ্যালয় মিলনায়তনে জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো নুরনবী এর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন কর্মকর্তারা।

Manual4 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

এসময় বক্তরা বলনে, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদরে সকলের কর্তব্য এবং নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।

Manual1 Ad Code