১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
কালীগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়ের, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা মন্দির ও কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

Manual5 Ad Code

আলাপকালে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।

Manual4 Ad Code

এ সময় কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস এবং কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।