১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা শারদীয় দূর্গাপূজা-উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বাংলা বারুদ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
গাইবান্ধা শারদীয় দূর্গাপূজা-উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual5 Ad Code

গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৭ সেপ্টম্বর) জেলা পুলিশ গাইবান্ধা আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।

এসময় পুলিশ সুপার বলেন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।

Manual7 Ad Code

তিনি আরও বলেন,আপনাদের নিষ্ঠা,আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে এই উৎসব উদযাপন সম্ভব।ব্রিফিং শেষে পুলিশ সুপার ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ যোগান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ডিউটিতে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code