১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মানিকনগর বিশ্বরোডে নিত্যদিনের নরকযাত্রা: দায় এড়িয়ে যাচ্ছেন ট্রাফিক ইনচার্জ ?

বাংলা বারুদ
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
মানিকনগর বিশ্বরোডে নিত্যদিনের নরকযাত্রা: দায় এড়িয়ে যাচ্ছেন ট্রাফিক ইনচার্জ ?

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মানিকনগর স্টেডিয়াম থেকে মুগদা মেডিকেল হয়ে বিশ্বরোড পর্যন্ত প্রতিদিনই ভয়াবহ যানজটে নাকাল সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা জট লেগে থাকে এই গুরুত্বপূর্ণ সড়কে, যার প্রধান কারণ—বাসচালকদের মেইন রোড দখল করে গাড়ি রাখা এবং সেখানে যাত্রী ওঠানামা করানো।

Manual8 Ad Code

বিশেষ করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন রোগীবাহী গাড়ি, যা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, অফিস, ব্যবসা, পরীক্ষা কিংবা চিকিৎসার উদ্দেশ্যে বের হয়ে প্রতিনিয়ত সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।

Manual4 Ad Code

অবাক করার মতো বিষয় হলো, এতসব কিছু ঘটলেও ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক ইনচার্জ (টিআই) ইউসুফ সাহেবের যেন কিছুই নজরে আসে না। সাংবাদিকরা সরাসরি তাকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন—তিনি কিছু দেখেননি, জানেনও না। প্রশ্ন উঠেছে—তিনি তাহলে আসলে দায়িত্ব পালন করছেন তো? নাকি এসি রুমে বসে গল্পগুজব আর ফেসবুকেই সীমাবদ্ধ তার দায়িত্ব?

গোপন সূত্রে জানা গেছে, প্রতিমাসেই এই বাস কাউন্টারগুলো থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন টিআই ইউসুফ, এজন্যই হয়তো ‘না দেখার ভান’ করে যান তিনি। এ প্রসঙ্গে টিটিপাড়া ট্রাফিক বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে।

Manual2 Ad Code

মানিকনগর বিশ্বরোডে চলমান এই দুর্নীতি ও বিশৃঙ্খলা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এখনো চলমান। পরবর্তী পর্বে প্রকাশ পাবে আরও চাঞ্চল্যকর তথ্য—চোখ রাখুন আমাদের পাতায়।

Manual8 Ad Code