১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্ব্য দিবস উদযাপন।

বাংলা বারুদ
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কর্তৃক বিশ্ব মানসিক স্বাস্ব্য দিবস উদযাপন।

Manual5 Ad Code

নিউজ ডেস্ক

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার নানা কর্মসূচির আয়োজন করেন। এ বছরের প্রতিপাদ্য-“মানবিক জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য”- কে সামনে রেখে ‘ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং গার্ডেনিয়া ল্যাংগুয়েজ কেয়ার’ আয়োজন করেন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও শিশু-কিশোরবান্ধব কর্মশালা।

Manual4 Ad Code

দিনব্যাপী আয়োজিত কার্যক্রমসৃমূহঃ
-সচেতনতামূলক সেশন।
-মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রচার।
-শিশু ও যুববান্ধব সেশন।
-পোস্টার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
-বল নিক্ষেপ ও বেলুন ফোলানো গেম।

Manual7 Ad Code

তাছাড়া দিনটির বিশেষ আকর্ষণ ছিল শিশুদের দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। এতে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশু ও যুবদের মানিয়ে চলার প্রবণতা, সহানুভূতি- শীল আচরণ, বিকাশে নানা অনুশীলন করানো হয়।
শিশুদের মানসিক চাপমুক্ত রাখতে এবং তাদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ দিতে বল নিক্ষেপ গেম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের মনের ভাব প্রকাশে উৎসাহিত হয় ও মানসিক প্রশান্তি লাভ করে।

Manual7 Ad Code

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার, আব্বাস উদ্দিস চৌধুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট) এবং অসমা বড়ুয়া প্রতিষ্ঠাতা ড্রিম ডান্স ক্লাব প্রমুখ।

ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর পক্ষে কফিল উদ্দিন (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা) এই আয়োজনকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতিই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও আগ্রহই আমাদের এমন উদ্যোগগুলোকে আরো অর্থবহ করে তোলে। ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বিশ্বাস করে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কোন বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। নিজের এবং আশেপাশের মানুষের মানসিক সুস্থতার প্রতি যত্নবান হওয়াই ১টি মানবিক সমাজ গঠনের প্রথম ধাপ।”

Manual3 Ad Code

উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, মানসিক স্বাস্থ্য এখন আর উপেক্ষিত কোনো বিষয় নয়; এটি একটি সুস্থ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

মনপুরার কলাতলিতে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক প্রবীন দিবস পালিতডেস্ক রিপোর্ট কোস্ট ফাউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে । আজ ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কোস্ট ফউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় ,দিবস উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায় র‌্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষীন করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সম্পন্ন হয় । এরপর সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মো: মোস্তফা মিয়া তিনি বলেন কোস্ট ফাউন্ডেশন এর আয়োজনে ও পল্লী কর্ম-সহাযক ফাউন্ডেশন (পিকে এস এফ ) এর সহায়তায় আজ সারা বাংলদেশের মত মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে । প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা। তারা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিকনির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস । এ দিবসের মূল লক্ষ্য হলো প্রবীণদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল থেকে আমরা সকলে দিবসের যথাযথ গুরুত্ব অনুধাবনে র‌্যালি ও আলেচনা াসভায় উপস্থিত হয়েছি । আজকের দিবসের প্রতিপাদ্য ”একদিন তুমি পৃথিবী গড়েছ ,আজ আমি স্বপ্ন গড়বো,সযতে তোমায় রাখব আগলে ” এর উপর আলোচনায় প্রবীণগণ বলেন আমাদের দেশে ধিরে ধিরে প্রবীণদের সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ি প্রবীণদের স্বার্থ সংলিস্ট তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ,সামাজিক নিরাপত্তা ,ও সস্মানজনক জীবণ যাপনে তেমন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না যা আছে তাও পর্যাপ্ত নয় । আজকের দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের মাধ্যমে তাদের ভুমিকা এবং তাদের অবদান কে স্বীকৃতি দেওয়ার অহবান জানানো হয় । কোস্ট ফাউন্ডেশন শুরু থেকেই প্রবীণদের অধিকার আদায়ের জন্য স্বোচ্চার ও সহযোগী হিসাবে সরকারের সাথে কাজ করে চলছেন । অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন মো: ফজলুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম স্বাস্থ্য কর্মকর্তা ।