১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিকাশ এজেন্টকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই ,আহত ২

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে বিকাশ এজেন্টকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই ,আহত ২

Manual2 Ad Code

হানিফ ঢালী গাজীপুর

Manual6 Ad Code

টঙ্গীতে জে এন্ড সন্স বিকাশ এজেন্ট বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৫০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বোত্তরা । এই ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টার সময় টঙ্গী আনারকলি রোট এলাকায় । এই ঘটনায় বিকাশ বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ হোসেন (২৯) এরা দুইজন আহত হয়েছেন । এদের মধ্যে গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।আবার ও নৃশংস অপরাধের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। এক বিকাশ এজেন্টকে গুলি করে ৫০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী আরিফ ও আজাদ বর্তমানে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ আরিফের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে টঙ্গী শহীদ আসলাম মাস্টার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে রেফার্ড করেন। ঘটনাটি শুধু একটি ডাকাতি নয়—এটি টঙ্গীর ক্রমবর্ধমান অপরাধ পরিস্থিতির ভয়াবহ চিত্র।

Manual2 Ad Code

সাম্প্রতিক সময়ে টঙ্গীতে ছিনতাই, চুরি, সশস্ত্র হামলা ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। দিনে-দুপুরে অপরাধ সংঘটিত হওয়ায় মানুষ ঘর থেকে বের হলেই জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্ক—কেউই আর নিজেকে নিরাপদ মনে করছেন না। এই ধারাবাহিক অপরাধ টঙ্গীকে পরিণত করছে এক আতঙ্কের নগরীতে। প্রতিদিনই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা; হারাচ্ছে জানমাল, ভেঙে পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সময়ের দাবি এখন পরিবর্তন কঠোর আইন প্রয়োগ, নিয়মিত টহল, অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি।

Manual8 Ad Code

এমতাবস্থায় টঙ্গীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি, কঠোর ও কার্যকর পদক্ষেপ অপরিহার্য। একই সঙ্গে জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া দুষ্কৃতিকারীদের থামানো সম্ভব নয়। টঙ্গীকে আবারও নিরাপদ শহর ফিরিয়ে আনাই সাধারণ জনগণের দাবি।