১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের ধর্মান্তর্র মিশু সিংহ

বাংলা বারুদ
প্রকাশিত মে ১৩, ২০২৫, ০৮:১৭ অপরাহ্ণ
সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মের ধর্মান্তর্র মিশু সিংহ

Manual3 Ad Code

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

Manual2 Ad Code

আজ ১৩ মে রোজ সোমাবার চীপ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত হলফনামা অনুযায়ী মিশু সিংহ নামে এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন।

গত ৮ মে মিশু জানান, তিনি সজ্ঞানে ভালো মন্দ জানিয়ে শপথ করে ঘোষণা করেছি। আমি আমার হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করিলাম। আমার ব্যাক্তিগত জীবনে অতীতে অনেক কিছু দেখেছি। একদিন এসব বিষয় মনে হল ইসলাম ধর্ম শান্তি ধর্ম। আলোর পথ দেখায় মানুষের মাঝে, ফিরিয়ে দেয় প্রশান্তি । এত সব পূজারী, এত কিছুর মাথা নত নয়। তারা এক আল্লাহর উপাসনা করেন।

Manual1 Ad Code

নিজের পূর্বের ধর্মের কথা ভেবে ইসলাম ধর্মের সাথে মিলে দেখলাম তারা মৃত ব্যক্তির মরা দেহ সুন্দর করে দাফন করে। আমাদের ধর্মে চিতায় ছড়ায় কত না কষ্টের সব। দিন শেষে সব কিছু পরে পাইলাম ইসলাম শান্তির পথ। তাই নিজ থেকে ইসলাম গ্রহনের সিদ্ধান্ত নিই আমি।

তাছাড়া এ ধর্মে এক আল্লাহর একাত্ববাদ, সুন্দর ও স্বাধীনতাপূন্য। আমি একজন হিন্দু সম্প্রদায়ের মিশু সিংহ আজ আমার নাম আবদুর রহমান আমার অনেক ভালো লাগছে।
অতীতের সব কিছু বাদ দিয়ে ইমানকে মজবুত করতে আখিরাতে ভাবনায় ইহকাল পরকালের শাস্তির চিন্তা করে নিজে এ সিদ্ধান্ত গ্রহন করি।

Manual8 Ad Code

গত ৮ মে একজন মৌলভীর মাধ্যমে কালিমা শাহাদাত ও চার কুল পাঠ করে ইসলাম ধর্মে মনস্থির করি এবং পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করি।

Manual1 Ad Code

আমি নিজে কোর্টের হলফনামার মাধ্যমে আমি কাহারো বিনা প্ররোচনায় নয়, নিজ সিদ্ধান্তে নিজে ভেবে চিন্তে এক মনে এক প্রাণে আল্লাহকে বিশ্বাস করে ও এক অদ্বিতীয় তা মেনে ইসলাম ধর্ম গ্রহন করিলাম এবং আমার পূর্বের নাম – মিশু সিংহ (আবদুর রহমান নাম পরিবর্তন ইসলাম ধর্ম গ্রহন)- (২৭)
জন্ম তারিখ :-(১৬ -১২-১৯৯৬) সাল
জাতীয় পরিচয় পত্র নাম্বার :- ৫১১৮০১০০১৫
পিতা :- নেপাল সিংহ,
মাতা :- সেবিকা সিংহ,
গ্রাম বন্দর আদিনাথ সিংহের বাড়ী, সাবেক থানা আনোয়ারা, বর্তমান কর্ণফুলী, চট্টগ্রাম।
ধর্ম : – হিন্দু ধর্ম (বর্তমানে ইসলাম ধর্ম )
জাতীয়তা : – বাংলাদেশী।।